সেবা গ্রহণের প্রক্রিয়াঃ
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এর ফি জমা প্রদানের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙ্গুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। নির্ধারিত সময়ে নিম্নেবর্ণিত কাগজ পত্রসহ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর বায়োমেট্রিক্স (ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) প্রদান করতে হয়-
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস) গ্রহণের পদ্ধতিঃ
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NP
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হলে গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয় এবং তা গ্রহণের জন্য নিম্নোক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস) গ্রহণ করতে হয়ঃ
মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP
রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট, আরএফআইডি ট্যাগ ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন এসএমএস প্রদান ও গ্রহণের (পুশ-পুল) নিমিত্ত মোটরযান মালিকের মোবাইল নম্বর পরিবর্তন পদ্ধতিঃ
সেবা গ্রহণের প্রক্রিয়াঃ
মোবাইল নাম্বারের এসএমএস অপশনে গিয়ে NP
জরুরি প্রয়োজনেঃ
রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংক্রান্ত : 01755-615926
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত : 01790-540211 অথবা 01790-540210
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস