Wellcome to National Portal

পেশাজীবি গাড়িচালকদের নবায়ন পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Tax Token Renew



ট্যাক্স টোকেন নবায়ন

১। মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়।

২। পরবর্তীতে বিআরটিএ ফি গ্রহণের কাজে নিয়োজিত ব্যাংক বা অনলাইনে নির্ধারিত ফি প্রদানস্বাপেক্ষে ব্যাংক হতে ট্যাক্স টোকেন নবায়ন করা যায় (বিক্যাশের মাধ্যমে ফি প্রদান করা হলে নবায়নকৃত ট্যাক্সকেন গ্রাহকের প্রদত্ত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হয় )।

 

প্রয়োজনীয় কাগজপত্র:

১। পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।